প্রশ্ন ঃ স্টুডেন্টকলিগ কোর্স কী :
স্টুডেন্টকলিং একটি প্রিপারেটরি কোর্স। যে সকল International স্টুডেন্সরা European Union অথবা European Economic Area এই জোনের বাহিরে থাকে জার্মানিতে ব্যাচেলর প্রোগ্রামে অাবেদন করতে চাই, তাদেরকে এই কোর্স অফার করা হয়ে থাকে।
প্রশ্ন ঃ কেন স্টুডেন্টকলিগ করতে হয়?
জার্মান স্কুল লিভিং সার্টিফিকেটের সাথে None-Europion union দেশগুলোর স্কুল লিভিং সার্টিফিকেট এর স্কুলিং ডিউরেশন এক নয়। সেই জন্য এই প্রিপারেটরি কোর্স ব্যাচেলর ইচ্ছুক স্টুডেন্টদের অফার করা হয়।
যেমন বাংলাদেশে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের স্কুল লিভিং ১২ বছর, অর্থাৎ ১২ বছর পর আমরা ইউনিভার্সিটি তে প্রবেশ করার যোগ্যতা অর্জন করি।
আবার অন্যদিকে জার্মানিতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের স্কুল লিভিং ১৩ বছর, অর্থাৎ ১৩ বছর পড়াশোনা করার পর জার্মান স্টুডেন্টরা ইউনিভার্সিটি তে প্রবেশের নূন্যতম যোগ্যতা অর্জন করে।
তারমানে জার্মান ইন্টারমিডিয়েট এবং বাংলাদেশের ইন্টারমিডিয়েট এর মধ্যে এক বছরের পার্থক্য ।
এবং সেই কারণেই নন-ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর স্কুল লিভিং সার্টিফিকেট কে সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য নূন্যতম যোগ্যতা হিসেবে গান্য করা হয় না।
প্রশ্ন ঃ স্টুডেন্টকলিগ কোর্স মোট কত সেমিস্টারের?
স্টুডেন্টকলিগ দুই সেমিস্টার এর একটি কোর্স অর্থ্যাৎ এক বছরের একটি preparatory কোর্স। এ কোর্সের মাধ্যমে একজন স্টুডেন্ট কে ব্যাচেলর শুরু করার আগে প্রস্তুত করা হয়ে থাকে যাতে সে ব্যাচেলর কোর্স সঠিক টাইম পিরিয়ড এর মধ্যে শেষ করতে পারে।
প্রশ্ন ঃ কয় ধরনের স্টুডেন্টকলিগ কোর্স অাছে?
সাধারণত জার্মানিতে দুই ধরনের ইউনিভার্সিটি রযেছে। কাজেই স্টুডেন্টকলিগ ও দুই ধরনের রয়েছে।
প্রশ্ন ঃ দুই ধরনের ইউনিভার্সিটি মানে? একটু বুজাই বলেন?
১. ইউনিভার্সিটি (Universität) – এই ইউনিভার্সিটি মূলত Research Based University. কাজেই এসকল ইউনিভার্সিটিতে Research based পড়াশোনা করানো হয়।
২. অ্যাপ্লাইড সাইন্স ইউনিভার্সিটি (Fachhochschule) এই ইউনিভার্সিটিতে মূলক প্যাকটিক্যাল বেজ পড়াশুনা করানো হয়।
বি.দ্র ঃ উপরের উল্লেখিত ক্যাটাগরি ছাড়া অারও অনেক ক্যাটাগরি রয়েছে, যেগুলো নিয়ে অন্য কোন অ্যার্টিকেলে বিস্তারিত লিখার চেষ্টা করবো।
প্রশ্ন ঃ অামার কোন ধরনের স্টুডেন্টকলিগ এ অাবেদন করা উচিত?
যে সকল স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে (Universität) পড়াশুনা করতে ইচ্ছুক তাদেরকে নিম্নোক্ত কোর্স গুলোতে অাবেদন করতে হবে।
M course: for medical, biological and pharmaceutical courses.
T course: for mathematical, scientific, or technical courses.
W course: for economics and social science courses.
G course: for humanities courses or German studies.
S course: for language studies.
অার যে সকল স্টুডেন্টরা অ্যাপ্লাইড সাইন্স ইউনিভার্সিটি (Fachhochschule) তে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য নিম্নোক্ত স্টুডেন্টকলিগে কোর্সে অাবেদন করতে হবে।
TI course: for technical and engineering courses.
WW course: for economics courses.
GD course: for design and artistic courses.
SW course: for social science and social science courses.
প্রশ্ন ঃ স্টুডেন্টকলিগের কোন কোর্সে কি কি সাবজেক্ট পড়ানো হয়?
T-Kurs: German, Mathematics, Physics, Chemistry, and InformaticsInformatics.
M-Kurs: German, Mathematics, Physics, Chemistry, and Biology.
W-Kurs: German, Mathematics, Economics, Business, and Sociology.
G-Kurs: German, History, German Literature, Sociology and Statistics.
স্টুডেন্কলিগ কোর্স সম্পর্কে অারও বিস্তারিত জানতে স্টুডেন্টকলিগ এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
জার্মানিতে Information Technology নিয়ে পড়াশুনা করছি। পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং ল্যান্গুয়েজ এবং জার্মানিতে উচ্চ শিক্ষা বিষয়ক দিক নির্দেশনামূলক ব্লগ লিখার চেষ্টা করছি।
Thank you vaiya