You are currently viewing ব্লক বাংক অাকাউন্ট এর সাতকাহন।
ব্লক বাংক অাকাউন্ট এর সাতকাহন।

ব্লক বাংক অাকাউন্ট এর সাতকাহন।

ব্লক বাংক অাকাউন্ট নিয়ে অামাদের মনে অনেক প্রশ্ন। মোটামুটি সব গুলো প্রশ্নের উত্তর এই পোষ্টে পেয়ে যাবেন। 

ব্লক অাকাউন্ট নিয়ে বিস্তারিত শুরু করার অাগে চলুন জেনে নেই, ব্লক অাকাউন্ট নিয়ে জার্মান সংবিধানের রুলসটা কি? 

জার্মান সংবিধান কি বলছে ব্লক বাংক অাকাউন্ট নিয়ে? ঃ “বর্তমান জার্মান রুলস অনুযায়ী যদি কোন International students নন -ইউরোপীয় (non-EU) অথবা নন-ইউরোপীয় ইকোনমিক এরিয়া (non-EEA) এর বাহিরে থেকে জার্মানিতে পড়াশুনার জন্য অাসতে চাই তাহলে তাকে তার বসবাস করার জন্য একটা Financial Resources (Finanzierungsnacweis) দেখাতে হবে”

যদিও এই রুলসের মধ্যে কোথাও ব্লক অাকাউন্ট এর কথা উল্লেখ নাই তবে Financial resources কথাটা উল্লেখ অাছে। অার Financial resources অাপনি বিভিন্ন ভাবে দেখাতে পারেন। তার মধ্যে একটা অপশন হলো এই ব্লক অাকাউন্ট। 

ব্লক বাংক অাকাউন্ট এর সাতকাহন | Part 01|

ব্লক অাকাউন্ট কি?ঃ একটি বাংক অাকাউন্ট যেখানে অাপনাকে একটা নিদিষ্ট পরিমান টাকা ডিপোজিট করতে হবে মিনিমাম ১ বছরের living expenses এর জন্য। এবং এই টাকা অফার লেটার পাবার পর এবং জার্মান এমবাসিতে ভিসা ইন্টারভিউ এ যাবার অাগেই জার্মানিতে পাঠাতে হবে। ভিসা পেলে জার্মানিতে এসে ব্লক অাকাউন্ট থেকে টাকা উঠাতে পারবেন। অার ভিসা না পেলে, তারা অাকাউন্ট ওপেনিং চার্জ রেখে বাকি সব টাকা বাংলাদেশে অাপনার অাকাউন্ট এ পাঠিয়ে দিবে। 

ব্লক অাকাউন্ট ছাড়া জার্মানিতে পড়াশুনা করা সম্ভব? ঃ হ্যা, অবশ্যই সম্ভব যদি অাপনি অন্য কোন উপায় এ Financial resources দেখাতে পারেন বা প্রমান করতে পারেন। 

যেমন ঃ 

1. A document of parent’s income and financial status.

2. scholarship certificate from a recognized scholarship provider.

3. Letter of Commitment (Verpflichtungserklärung)  : জার্মানিতে অাপনার কোন পরিচিত লোক অাছে যে অাপনাকে পড়াশোনা চলা কালিন সময়ে অাপনাকে ফিন্যানসিয়ালি কাভার করবে। 

4. A bank guarantee. 

কত টাকা ব্রক করতে হবে? ঃ এই ব্লগ যখন লিখছি তখন অবদি ব্লক অাকাউন্ট এর পরিমান মিনিমাম ১ বছরের জন্য ১০,৩৩২ ইউরো। অর্থ্যাৎ প্রতি মাসে ৮৬১ ইউরো। 

যেহেতে ব্লক অাকাউন্ট এর পরিমান State funding for students (BAfoeG) এর উপর নির্ভর করে তাই এটা Fixed এমাউন্ট না। 

সঠিক অামাউন্ট জানার জন্য জার্মান এমবাসির ওয়েবসাইট এ চোখ রাখুন। 

জার্মানিতে ব্লক অাকাউন্ট provider : 

জার্মানিতে বর্তমানে চারটা ব্লক অাকাউন্ট প্রোভাইডার রয়েছে। 

1.  Deutsche Bank. (German central bank) 

2. Fintiba. (Private) 

3. Expatrio (Private)

4. Coracle ((Private) 

Acceptance, safety, fees,process, usability, support এর উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রোভাইডার এর অালাদা অালাদা কিছু সুবিধা যেমন অাছে অাবার অসুবিধা ও অাছে। সেটা নিয়ে অন্য অারেকটা ব্লগে অালোচনা করা যাবে। 

জার্মানিতে কিভাবে ব্লক অাকাউন্ট ওপেন করবো? ঃ 

১. উপরের চারটি প্রোভাইডার এর যে কোন একটি প্রোভাইডার পিক করুন। 

২. তাদের ওয়েবসাইটে চলে যান এবং অনলাইনে ব্লক অাকাউন্ট অপেন করুন। (প্রাইভেট তিনটি প্রোভাইডারি অনলাইনেই ব্রক অাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে) 

৩. অার জার্মান সেন্টাল বাংকে এ ব্লক অাকাউন্ট করতে চাইলে অাপনাকে তাদের ওয়েবসাইট থেকে প্রথমে ব্লক অাকাউন্ট ওপেনিং ফর্ম ডাউনলোড দিতে হবে এবং তারপর সেটা ফিল অাপ করে, জার্মান এমবাসি থেকে সত্যায়িত করে, বাই পোস্টে জার্মান সেন্টাল বাংকে পাঠাতে হবে। 

৪. জার্মানিতে ব্লক অাকাউন্ট খোলা হয়ে গেলে, ব্লক অাকাউন্ট ইনফোরমেশন নিয়ে বাংলাদেশ থেকে বাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়ে দিন। 

৫. ব্লক অাকাউন্ট এ অাপনার টাকা ডিপোজিট হবার সাথে সাথেই তারা অাপনাকে ব্লক অাকাউন্ট confirmation দিবে, সেটা নিয়ে ভিসা ইন্টারভিউ এর জন্য দাড়িয়ে যান। 

কি কি ডকুমেন্টস লাগে ব্লক অাকাউন্ট খোলার জন্য? ঃ 

ব্লক অাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে এটা নির্ভর করছে অাপনি কোন প্রোভাইডার চয়েজ করেছেন সেটার উপর। 

যেমন Fintiba তে যদি ব্লক অাকাউন্ট খোলতে চান তাহলে only you need an ID card or passport. এবং ভেরিফিকেশন এর জন্য সেলফি। মোটামুটি ১০ মিনিটের মধ্যেই অাপনার ব্লক অাকাউন্ট রেডি হয়ে যাবে টাকা ডিপোজিট করার জন্য। which is Awesome তাই না? 

অাকাউন্ট খোলার সময় অামার রেফারেল বাবহার করতে পারেন, কিছু গিফট পেয়ে যাবেন। 1MDHABIBURR12 

অার যদি জার্মান সেন্টাল বাংকে ব্লক অাকাউন্ট খোলতে চান তাহলে মোটামুটি নিচের এই ডকুমেন্টস গুলো দরকার হবে। 

1. An application form

2.  Your valid passport.

3. The admission letter from your university.

4. A bank statement of your income. 

5. a prepaid fee.

(বি.দ্রঃ ব্লগের নিচের যেই অংশ টুকু অাপনারা এখন পড়তে যাচ্ছেন, এই অংশটুকু অামার নিজের লিখা নয়। Ramiz Uddin Hasan ভাই এর লিখা। উনি রিসেন্টলি ব্লগ অাকাউটে টাকা ডিপোজিট করেছেন এবং তার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখা। যেটা উনি ফেসবুকে BESSiG গ্রুপে পোষ্ট করেছিলেন। )

ব্লক বাংক অাকাউন্ট এর সাতকাহন | Part 02|

বাংলাদেশ এর কোন ব্যাঙ্ক থেকে ব্লক একাউন্ট এ টাকা ডিপোজিট করবো ?

সাধারণত বেশিরভাগ মানুষই ইবিএল অথবা সোনালি ব্যাংকে টাকা ব্লক করে থাকে। এই দুইটা ব্যাংকে ব্লক করতে মোট কত টাকা খরচ হতে পারে, তা নিচে উল্লেখ করেছি। 

ব্লক করতে আসলে কি কি করা লাগে? : 

তেমন কিছুই না, আপনাকে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে একটি Savings account ও Student file খুলে, টাকা ট্রান্সফার করতে হবে। যেহেতু এই দুইটা কাজ করতে একদিন লেগে যায়, ফলে আপনাকে পরদিন যেয়ে ব্লকের টাকা পাঠাতে হবে।

কি কি ডকুমেন্ট লাগবে?: 

Savings account ও Student file খুলতে আপনার যে সকল ডকুমেন্টসমূহ লাগবে, তার একটা লিস্ট দিয়ে দিলাম । উল্লেখ্য যে, এই লিস্ট দুইটা আমি ব্যাংক থেকে সংগ্রহ করেছি।

ইবিএলঃ

For Account Opening:

1. Account holder Voter ID/Passport – Original + Photocopy

2. Photo of the Account holder – 1 Copy

3. Nominee’s Voter ID/Passport – Original + Photocopy (optional)

4. Photo of Nominee – 1 Copy

5. Utility Bill – (electric/ wasa/ T&T/Bank Statement) – Photocopy

6. Tin Certificate – Original + Photocopy (optional)

7. Proof of income – Job Letter/Salary Certificate/Bank Salary Statement (service)

8. Trade license (business) – Original + Photocopy

9. Father’s Documents (For Abroad) – Photo 1 Copy/Passport copy/NID Copy/AKAMA Copy/ JOB Certificate or Pay Slip for the income source document.

10. Rental Deed Copy for Owner- Photocopy

11. ADC Stamp- 3pc (100*3)

Required Documents for Opening Student File:

1. Offer Letter / COE /I-20 / CAS

2. All academic Mark sheets & Certificates

3. Passport original with photocopy

4. Photo of Student (1 Copy)

5. Photo of Financer (1 Copy) & Signature

6. 3 copies of ADC stamp

7. Embassy checklist

N.B.: 1) Offer Letter Course Start & End Date, Course Duration, Tuition Details, Living Details, Bank Details, Refund Policy

Note: Visit with all original documents along with 3(Three) sets of Photocopy

সোনালি ব্যাংকঃ

Required Documents & Necessary Information for opening a Student File:

1. Offer Letter / Acceptance Letter issued by the foreign Educational Institution in support of admission

2. Details of tuition fees & living/accommodation cost issued by Educational Institution

3. Refund policy (in case of advance payment)

4. All educational certificates completed in Bangladesh

5. All educational transcripts/mark sheets

6. IELTS, TOEFL, GMAT, GRE, etc. certificates (if any)

7. Application of student for foreign exchange

8. Declaration of Student & Financer

9. Original valid passport, NID & VISA (if available) of the student

10. Photograph of the student 2 copy

11. Detailed information of the person financing the student with a copy of Passport size photo, NID, TIN Certificate, etc.

12. Must have a saving account of the financer with SBL

13. Both the student & financer should be present in person at the time of opening student file

14. Note that all the original documents need to be shown at the branch & a set of photocopies of all documents to be submitted at the branch.

15. Previous semester/year results of the student should be shown at the branch & a set of photocopies of the result to be submitted at the branch for transferring required Foreign Currency for the next semester/year.

যে দিন ব্যাংকে যাবেন, সেদিন Letter of Undertaking দরখাস্তটি আপনাকে নিয়ে যেতে হবে। আপনাদের সুবিধা জন্য আমি গ্রুপ থেকে একটা স্যাম্পল কপি দিয়ে দিলাম। আপনার কাজ হল, এটা এডিট করে প্রিন্ট করে নিয়ে যাবেন।

To,

Deputy General Manager,

Wage Earners Branch,

62, Dilkusha, Dhaka.

Subject: Letter of Undertaking.

Dear Sir,

With due respect, I am (Your Name) from (Your address) got admission in Master of Science in (Subject) at the (University name), Germany. I have an account in Sonali Bank Ltd, (Branch name), Account Number: XXXXX. For sending annual expenditure abroad, I want to open a student file. I need to send 10521 Euro to my personal blocked account in Fintiba Sutor Bank, Germany. I am undertaking that if I get refused a visa by the embassy or if I decide not to go there, I will be refunded by the Fintiba the same amount in my local bank account in Sonali Bank Ltd, (Branch name). After that, they can take any action according to the bank rule for handing over the money to me.

I, therefore, request you to send my annual expenditure in the following account –

Account Holder:

IBAN: XXXXXXXXXXXXXXX

BIC/SWIFT/BANKCODE: XXXXXXXXXXXXX

AMOUNT TO TRANSFER: 10521.00 £

CURRENCY: EURO (£)

Sincerely,

Name:

Signature:

Date:

ব্লক করতে মোট কত টাকা খরচ হয়?: 

আমরা সবাই জানি যে, ইউরো রেটের উপর নির্ভর করে ব্লকের টাকা কম বেশি হয়ে থাকে। তাই চেষ্টা করবেন, রেট যখন কম থাকবে তখন ব্লক করে ফেলতে।

ইবিএলঃ-

Savings account + Student file = 7,500 Taka

Transfer total fee = 6,500 Taka

Euro rate 100.85 taka (23/09/2021)

Amount to transfer € 10,521.00 (Block amount € 10,332.00 + Initial fee € 89.00 + Buffer deposit € 100.00)

Total = 7,500 + 6,500 + (10,521*100.85) = 10,75,042.85 taka

সোনালি ব্যাংকঃ-

Savings account + Student file = 4,950 Taka

Transfer total fee = 7,500 Taka

Euro rate 101.95 taka (23/09/2021)

Amount to transfer € 10,521.00 (Block amount € 10,332.00 + Initial fee € 89.00 + Buffer deposit € 100.00)

Total = 4,950 + 7,500 + (10,521*101.95) = 10,85,065.95 taka

একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম, ইবিএল এ Student file এর জন্য ইউরো রেটটা আরও কম থাকে। যেমন – 23/09/2021 তারিখে তাদের ইউরো রেট ছিল 101.19 টাকা, কিন্তু Student file এর জন্য তাদের স্পেশাল রেট 100.85 টাকা। এছাড়া, আমি বেশ কয়েকটা প্রাইভেট এবং পাবলিক ব্যাংকের রেট দেখে যা বুঝলাম, ইবিএল এর ইউরো রেট সবচেয়ে কম অন্যান্য ব্যাংকের সাথে তুলনা করলে।

বিঃদ্যঃ

• Transfer total fee ইউরো রেটের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে।

• ব্লকের কনফারমেশান সাধারণত ২ অথবা ৩ দিনেই পেয়ে যাবেন।

• আপনার টাকা যেহেতু fintiba তে থাকবে, ফলে আপনার একাউন্ট থেকে fintiba মাসিক একটা ফি কাটবে যেটা কিনা ৪.৯০ ইউরো। আপনি ব্লকের টাকা যখনই fintiba তে ট্রান্সফার করবেন, তখন থেকেই মাসিক ফি কাটা শুরু হবে। জার্মানি গিয়ে যখন টাকা আনব্লক করার পরই আপনার মাসিক ফি টা কেটে নিবে। আর coracle এর ক্ষেত্রে মাসিক কোন ফি নেই সেটা আগেই বলেছি।

(বি.দ্রঃ ব্লগের নিচের যেই অংশ টুকু অাপনারা এখন পড়তে যাচ্ছেন, এই অংশটুকু অামার নিজের লিখা )

সচরাচর জিজ্ঞেসা ব্লক অাকাউন্ট নিয়ে ঃ

প্রশ্ন ১ ঃ ব্লক অাকাউন্ট এর মিনিমাম ডিপোজিট এমাউন্ট এর বেশি টাকা কি ডিপোজিট করতে পারবো?  

উত্তরঃ হ্যা, পারবেন। মিনিমাম অামাউন্ট required। বাট অাপনি বেশি টাকা ব্লক করতে চাইলে ব্লক করতে পারবেন, এবং সেটা জার্মানিতে এসে অানব্লক করতে ও কোন সমস্যা হবে না। 

প্রশ্ন ২ঃ ভিসা পেলাম না। জার্মান এমব্যাসি থেকে রিজেক্ট খেলাম, তখন ব্লক অাকাউন্ট এর টাকা কি ফেরত পাবো? 

উত্তরঃ হ্যা, অবশ্যই ফেরত পাবেন। জার্মান এমবাসি যদি অাপনাকে কোন কারণে ভিসা না দিয়ে বরং রিজেক্ট করে তাহলে তারা সেই রিজেক্টশন লেটারও দিবে। এবং তারা কেন অাপনাকে রিজেক্ট করেছে সেটার কারণ ও উল্লেখ থাকবে। সো রিজেক্টশন লেটার নিয়ে অাপনার ব্লক অাকাউন্ট প্রোভাইডার এর কাছে মেল করুন। এবং তারা অাপনাকে পুরো টাকা রিফাইন্ড করে দিবে, (transfer fee বাদে)। 

তারপরও যদি কোন সমস্যা হয়, সরাসরি জার্মান এমবাসিতে যোগাযোগ করলে, জার্মান এমবাসি অাপনার ব্লক অাকাউন্ট প্রোভাইডার সাথে যোগাযোগ করে টাকা রিফান্ড করতে সাহায্য করবে।

বি.দ্রঃ দয়া করে দালালের কাছে যাবেন না প্লিজ। দালাল অাপনাকে বলবে, ৩৩% রিফান্ড পাবেন। যেটা হাস্যকর এবং মাতলামি কথা বার্তা। সো দাবারের কাছ থেকে সাবধান।

প্রশ্ন ৩ঃ বাংলাদেশ থেকে টাকা ডিপোজিট করার সময় কি income sources দেখাতে হবে?  

উত্তর ঃ যদি Fintiba তে ব্লক অাকাউন্ট করেন তাহলে লাগবে না, তবে জার্মান সেন্টাল বাংকে ব্লক অাকাউন্ট করলে origin of your funds দেখাতে হবে। 

Leave a Reply