প্রশ্নঃ জার্মান ভাষা শিখা কতটুকু জরুরী?
উত্তর ঃ অনেকেই বলে জার্মান শেখা কঠিন, এত সময় কই ইত্যাদি। কিন্তু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, জার্মান শেখা আসলে এই নতুন দেশে এসে সফল হবার মূল চাবিকাঠি। জার্মান না শেখার কারণে পড়াশোনা চলাকালীন সময় থেকে শুরু করে পরবর্তিতে চাকরী খোঁজা থেকে সামাজিক জীবনে যে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়, তার তুলনায় আগে থেকেই জার্মান শেখা সহজতর এবং বুদ্ধিমানের কাজ।
প্রশ্ন ঃ জার্মান ভাষা শিক্ষা ছাড়া জার্মানিতে যাওয়া যায় না?
উত্তরঃ হ্যা, জার্মানিতে ইংলিশ মিডিয়ামেও পড়াশুনা করতে পারবেন। যদি অাপনার টার্গেট থাকে ইংরেজি মিডিয়ায়, প্রাতিষ্ঠানিক ভাবে তাহলে অাপনার জার্মান না জানলেও চলবে। প্রতিষ্ঠানের বাহিরে চলাফেরা, বাজার ইত্যাদি কাজে জার্মান ভাষা ছাড়া উপায় নেই।
প্রশ্ন ঃ বাংলাদেশে কোথায় জার্মান ভাষা শিখবো?
উত্তর ঃ বাংলাদেশে জার্মান কালচারাল সেন্টার জার্মান ভাষা শিখাচ্ছে। তাদের প্রতিষ্ঠানের নাম Goethe-Institut Bangladesh বিস্তারিত তাদের ওয়েবসাইট এ দেখুন।
প্রশ্ন ঃ জার্মান ভাষার শিখতে কত টাকা লাগে?
উত্তর ঃ চাউল, লবণ তেলের দাম যেমন স্থির না, ঠিক তেমনি জার্মান কোর্সের ফি ও স্থির না। কাজেই তাদের ওয়েবসাইট ফলো করাই বুদ্ধিমানের কাজ।
প্রশ্ন ঃ জার্মান ভাষার কয়টা লেবেল অাছে?
উত্তর ঃ জার্মান ভাষা শিখার মোট ৬ টা লেবেল অাছে। A1 এবং A2 কে বিগেনার লেবেল হিসাবে ধরা হয়। B1 এবং B2 কে ইন্টারমেডিয়েটে লেবেল হিসাবে ধরা হয়। C1 এবং C2 কে এডভান্স লেবেল হিসাবে ধরা হয়।
প্রশ্নঃ জার্মান পরিক্ষায় মোট কয়টা মডিউল থাকে?
উত্তরঃ জার্মান ভাষা পরিক্ষায় চারটা মডিউল থাকে। অথ্যাৎ চারটা মডিউলে অাপনার ভাষা পরিমাপ করা হবে।
- Lesen (Reading)
- Hören ( Listening)
- Schreiben ( Writing)
- Sprechen ( speaking)
এবং পরিক্ষা ও চার টা মডিউল এর অালাদা অালাদা করেই হবে। যেমন ধরুন Lesen ৪০ মিনিট হলো, ৪০ মিনিট পর অাবার Hören মডিউল এর পরিক্ষা শুরু হবে। এই ভাবে চারটা মডিউল এ চারটা পরিক্ষা হবে৷ এবং রেজাল্ট এর সময় চারটা মিলিয়ে রেজাল্ট পাবলিস করবে।
এবং সার্টিফিকেটেও কোন মডিউলে কত নাম্বার পেয়েছেন সেগুলো অালাদা অালাদা করে উল্লেখ থাকবে।
প্রশ্ন ঃ ফার্ম গেটে কি জার্মান ভাষা শিখতে পারবো?
উত্তর ঃ শুধু ফার্ম গেটে না, মঙ্গলেও যদি কেউ জার্মান ভাষা অফার করে তাহলে সেখানেও শিখতে পারেন, তবে সার্টিফিকেটের জন্য জার্মান কালচারাল সেন্টারেই পরিক্ষা দিতে হবে। এবং সেখান থেকেই সার্টিফিকেট অর্জন করতে হবে।
জার্মান কালচারাল সেন্টারেই যে অাপনাকে কোর্স করতে হবে সেটা কোন বাপার না। কোর্স অাপনি যে কোন জাইগায় করতে পারেন তবে পরিক্ষা তাদের সেখানেই দিতে হবে।
প্রশ্ন ঃ অামার কোন লেবেল পযন্ত জার্মান শিখতে হবে?
উত্তর ঃ এটা নির্ভর করছে, অাপনি কোন লেবেলে জার্মানিতে অাবেদন করতে চাচ্ছেন তার উপর, এবং অাপনার কোর্সে কত লেবেল পযন্ত ডিমান্ড করছে তার উপর।
যেমন ঃ স্টুডেন্টকলিগ এর মিনিমাম রিকুয়ারমেন্ট বি১, সর্বোচ্চ যত লেবেল করতে পারবেন তত অাপনার জন্যই বেটার হবে।
প্রশ্ন ঃ অামি চিটাগাং থাকি ঢাকায় গিয়ে তো জার্মান শিখা সম্ভব না তাহলে অামি কি করবো?
উত্তর ঃ জার্মান কালচারাল সেন্টার বাংলাদেশ তারা নতুন একটু শাখা চালু করেছে চট্টগ্রামে। তবে সেখানে শুধু কোর্স অফার করা হয় কিন্তু পরিক্ষা ঢাকাতে এসে দিতে হয়। তাদের কোন ওয়েবসাইট নেই তবে, ফেসবুকে তাদের পেজ অাছে। তাদের সেই প্রতিষ্ঠানের নাম Die Sprache Bangladesh
প্রশ্ন ঃ ঢাকা ইউনিভার্সিটিতে ও তো জার্মান ভাষা অফার করে, সেখান থেকে শিখলে হবে?
উত্তর ঃ হ্যা, শিখতে পারেন। তবে পরিক্ষা এবং সার্টিফিকেটের জন্য সেই Goethe Institut এই অাসতে হবে।
ঠিক IELTS এর মত, অাপনি ইংরেজি কোর্স যেখানেই করেন না কেনো IELTS এর সার্টিফিকেট এর জন্য ব্রিটিশ কাউন্সিল এ পরিক্ষা দিতে হয়, ঠিক তেমনি জার্মান ভাষা অাপনি যেখানেই শিখুন না কেন, সার্টিফিকেটের জন্য জার্মান কালচারাল সেন্টার Goethe-institut Bangladesh এ পরিক্ষা দিতে হবে।
প্রশ্ন ঃ সব কিছুই বুজলাম তবে জার্মান ভাষা শিখতে মোটিভেশন পাইনা?
উত্তর ঃ মোটিভেশন নিজের বাপার, কেউ কাউকে ধরে এনে দিতে পারে না। তবে টার্গেট যদি হয় জার্মানি তাহলে জার্মান ভাষার কোন বিকল্প নেই। হোক সেটা স্টুডেন্টকলিগ, ব্যাচেলর, মাসটার্স অার জব ভিসার ক্যান্ডিডেট।
নিচের এই পরিসংখ্যান দেখতে পারেন একটু হলেও মোটিভেশান বাড়বে।
১. জার্মান ভাষা ইউরোপীয়ান ইউনিয়নের সবচেয়ে বেশী ১২০ মিলিয়ন মানুষের মাতৃভাষা।
২. জার্মান ভাষা শুধু জামানী ছাড়াও অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লুক্সেমবুর্গ ও লিচেনস্টাইনের রাষ্ট্রীয় ভাষা।
৩. জার্মান বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ ভাষা।
৪. জার্মান ইউরোপ এবং জাপানের দ্বিতীয় জনপ্রিয়তম ভাষা।
৫. জাপানের ৬৮% ছাত্র জার্মান ভাষা শেখে, কারণ প্রযুক্তিতে জার্মানির উপর তারা নির্ভরশীল।
৬. জার্মানীর অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম, ইউরোপের প্রথম।
৭. জার্মানী ইউরোপীয় ইউনিয়নের মূল চালিকাশক্তি।
৮. জার্মান ভাষাভাষী প্রায় ১১০০ কোম্পানি আমেরিকায় ব্যবসা করে।
৯. বিশ্বের প্রতি ১০টা বই এর ১টি জার্মান ভাষায় প্রকাশিত হয়।
১০. ইন্টারনেটে .com এর পর .de সবচেয়ে জনপ্রিয় ডোমেইন।
১১. গাড়ি থেকে শুরু করে অনেক ফিল্ডের বড় বড় কম্পানি জার্মানীর। (উদাহরনঃ Volkswagen, BMW, Mercedes Benz, Audi, Bayer, Braun, BMW, Daimler, DHL, Lufthansa, Adidas, Puma, T-Mobile, Porsche, Siemens)।
১২. বিজ্ঞান ও প্রযু্ক্তিতে জার্মানী অদ্বিতীয়।
১৩. ৫০% আমেরিকান কোম্পানি জার্মান ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেয়। একই চিত্র দেখা যায় বিশ্বের অন্যান্য দেশেও।
১৪. নতুন আবিস্কারের ক্ষেত্রে পেটেন্ট সংখ্যার দিক থেকে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম।
১৫. বিশ্বের প্রতি ১০টি প্রযুক্তিভিত্তিক কোম্পানির ৪টি জার্মানীর।
১৬. ট্রাভেল এজেন্সী, ট্যুর কম্পানী, হোটেল, এয়ারলাইন্স ইত্যাদি ক্ষেত্রে জার্মান ভাষা জানা থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
১৭. প্রায় ৫০ মিলিয়ন আমেরিকান জার্মান বংশোদ্ভূত। এখনও প্রায় ২ মিলিয়ন মানুষ আমেরিকায় জার্মান ব্যবহার করে।ন ভাষা ইউরোপীয়ান ইউনিয়নের সবচেয়ে বেশী ১২০ মিলিয়ন মানুষের মাতৃভাষা।
জার্মানিতে Information Technology নিয়ে পড়াশুনা করছি। পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং ল্যান্গুয়েজ এবং জার্মানিতে উচ্চ শিক্ষা বিষয়ক দিক নির্দেশনামূলক ব্লগ লিখার চেষ্টা করছি।