You are currently viewing কোথায় কিভাবে, স্টুডেন্টকলিগ অফার করে এমন ইউনিভার্সিটি খোজে পাবেন |

কোথায় কিভাবে, স্টুডেন্টকলিগ অফার করে এমন ইউনিভার্সিটি খোজে পাবেন |

কোথায়, কিভাবে, স্টুডেন্টকলিগ অফার করে এমন ইউনিভার্সিটি খোজে পাবো?
স্টুডেন্টকলিগ অফার করে এমন ইউনিভার্সিটি খোজে বের করা খুব সহজ। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। কিন্তু এটা এতটাই সহজ যে, ঠিক যেমন গুগলে ফেসবুকের ওয়েবসাইট খোজে পাওয়া সহজ।

প্রথমেই বলে রাখা ভাল যে অামরা এই সামান্য কাজটুকু ও যদি গুগলের সাহায্যে করতে না পারি তাহলে জার্মানিতে এসে অাসলেই দুংখ অাছে।
যাই হোক, যেহেতু অনেকেই অামাকে পারসোনাল মাসেজ বা কমেন্সে বলেন, তাদের জন্য এই পোষ্ট।
কোথায় খোজবো ঃ সাটুডেন্টকলিগ অফার করে এমন ভার্সিটি খোজার জন্য অাপনাকে খুব বেশি ওয়েবসাইট এ যেতে হবে না৷ এই একটা ওয়েবসাইটেই অাপনি স্টুডেন্টকলিগ নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং স্টুডেন্টকলিগ অফার করে এমন ভার্সিটির লিংক ও অাপনি পেয়ে যাবেন।
যারা অারও বেশি স্পেসিফিক ভাবে জানতে চান তারা সরা সরি এই লিংকে ক্লিক করুন।
এই লিংকে ক্লিক করার পর যতগুলো ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এই সব গুলো ইউনিভার্সিটিতেই স্টুডেন্টকলিগ অফার করা হয়।
তবে সব স্টুডেন্টকলিগ ইউনিভার্সিটি তে সকল স্টুডেন্টকলিগ কোর্স অফার নাও করতে পারে। যেমন ধরুন অাপনি জার্মানিতে ইন্জিনিয়ারিং এ পড়তে চান, অভশ্যই অাপনাকে স্টুডেন্টকলিগ এর টি-কোর্সে অাসতে হবে। কিন্তু অাপনার পছন্দের স্টুডেন্টকলিগ এ টি-কোর্স অফার করে না।
কাজেই অাপনাকে নিজে থেকেই সেগুলো ভাল ভাবে চেক করে নিতে হবে।
স্টুডেন্টকলিগ ইউনিভার্সিটি খোজার সময় যে যে বিষয় গুলো মাথায় রাখবেন ঃ
১. প্রথমের দিকেই বলেছি যে সকল ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্টকলিগ অফার করে না, কাজেই অাপনার পছন্দের ইউনিভার্সিটি স্টুডেন্টকলিগ অফার করে কি না সেটা ভাল করে শিউর হয়ে নিন।

২. স্টুডেন্টকলিগ ইউনিভার্সিটি পেছেছেন ভাল কথা এবার দেখুন, অাপনার কাংখিত স্টুডেন্টকলিগ কোর্স, সেই সুডেন্টকলিগ ইউনিভার্সিটি অফার করে কি না সেটাও চেক করে নিন।
যেমন টি-কোর্স, এম-কোর্স ইত্যাদি

৩. সরকারি বা বে-সরকারি ঃ অাপনি যে স্টুডেন্টকলিগে যাচ্ছেন সেই স্টুডেন্ট কলিগ কি সরকারি না বে সরকারি। বেসরকারি হলে কত টাকা সেমিস্টার ফি সেগুলো ভাল করে জেনে নিন, অাবেদন ক্রার অাগেই।

বি.দ্রঃ উপরের যে লিংক দিয়েছি, সেখানে সকল স্টুডেন্টকলিগ সরকারি, দুই একটা থাকতে পারে স্টেট অনুমোদিত।
পরে সময় করে বেসরকারি স্টুডেন্টকলিগের লিষ্ট ও পাবলিশ করবো ইনশাআল্লাহ
৪. অাপনার পছন্দের স্টুডেন্টকলিগ ইউনিভার্সিটি কোন স্টেটে, কোন।শহরে, সেই গুলো চেক করে নিন। শনিবার রবিবার পার্টটাইম কাজ পেতে অাপনাকে সাহায্য করবে।

৫. স্টুডেন্টকলিগ এর পড়াশুনা করা সময় ডর্মে থাকতে পারবেন কি না, পারলে কতটাকা পে করতে হবে প্রতি মাসে, বাহিরে থাকলে কত টাকা লাগতে পারে, সেগুলো নিয়ে সঠিক ধারনা নেওয়ার চেষ্টা করুন।

অারও অনেক বিষয় অাছে তবে এই গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে অামার কাছে মনে হয়।
এর পরও যদি কোন প্রশ্ন থাকে, গ্রুপে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর করার চেষ্টা করবো। ধন্যবাদ।

Leave a Reply