You are currently viewing স্টুডেন্টকলিগ এ অাবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে?
স্টুডেন্টকলিগ এ অাবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে

স্টুডেন্টকলিগ এ অাবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে?

প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অাবেদনের সময় কি কি ডকুমেন্টস লাগবে এটা ফিস্কড কোন বাপার না। কি ডকুমেন্টস লাগবে এটা মোটামুটি অাপনার কোর্স এবং যে ইউনিভার্সিটিতে অাপনি অাবেদন করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির উপর নির্ভর করে।

কাজেই এই পোষ্টে অামি যে ডকুমেন্টস এর কথা উল্ধেখ করেছি সেগুলো দয়া করে কেউ ফিস্কড ডকুমেন্টস হিসাবে ধরে নিবেন না বরং অাপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা অাপনার পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জেনে নিন।
এই পোষ্ট + ভিডিও শুধু তাদের কাজে অাসবে যারা, সবে মাত্র বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, বেসিক কিছু অাইডিয়া দরকার।
১. পাসপোর্টঃ ( দয়া করে অাপনার সার্টিফিকেট এর সাথে মিল রেখে করুন। ভোটার অাইডি কার্ডের সাথে কোন অমিল থাকলে সমস্যা হবে না, তবে অাপনার সার্টিফিকেট এর সাথে অমিল থাকলে ভাল সমস্যা হবে। সো পাসপোর্ট করার সময় এই বিষয় টা মাথায় রাখুন)
২. সিভি ঃ সিভি অবশ্যই Euro pass ওয়েবসাইট থেকে বানানোর চেষ্টা করবেন। লিংক এখানে

Euro CV
৩. মোটিভেশান লেটার ঃ স্টুডেন্টকলিগ এ অাবেদনের সময় মোটিভেশনাল লেটার তারা মানডাটরি ভাবে ডিমান্ড করে না। (অামি দিয়েছিলাম না) বেশির ভাগ ওয়েবসাইট ঘেটে দেখলাম, কোন ওয়েবসাইটেই ডেখলাম না। তারপর ও অাপনার মন যদি চাই অবশ্যই একটা মোটিভেশনাল লেটার দিতেই পারেন। দিলে ও যেমন অাহামরি খতি নেই, না দিলেও সমস্যা নেই।
৪. সার্টিফিকেট ঃ এইচএসসি পাস করুন অার সদ্য ডিপ্লোমা পাশ করুন, অাবেদন করার সময় পযন্ত যত সার্টিফিকেট অাপনি অর্জন করেছেন, সব গুলো নোটারী কপি অাবেদন ফর্মের সাথে পাঠাবেন।
এইচএসসি পাস করে থাকলে, এসএসসি + এইচএসসি
অার ডিপ্লোমা পাস করলে, এসএসসি + ডিপ্লোমা সার্ঠিফিকেট।
ডিপ্লোমার সকল মার্কশিট দেবার কোন প্রয়োজন নেই, শুধু শুধু অাপনার অাবেদন ভারি হবে, ডিএইচএল এ টাকা বোশি লাগবে। তবে এই বাপারটা পুরা পুরি অাপনার উপর নির্ভর শীল। অাপনার যদি মন চাই তবে অাটটা সেমিস্টারের মার্কশিট ও পাঠাতেই পারেন।
তবে শুধু শুধু এতগুলো মার্কশিট না পাঠিয়ে, স্টুডেন্টকলিগ এর কোর্স কো-অর্ডিনেটর কে ইমেল করে শিউর হতে পারেন। পাঠালেও ক্ষতি নেই, না পাঠালেও সমস্যা হবে না। তবে সার্টিফিকেট টা অবশ্যই পাঠাবেন।
৫. জার্মান ভাষা সার্টিফিকেট ঃ অাপনি যে জার্মান ভাষা বি১ পযন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন সেটা অবশ্যই অাপনার অাবেদনের সাথে সাবমিট করবেন।
এই পোষ্ট বা ভিডিও যখন রেকর্ড করছি তখন অবদি স্টুডেন্টকলিগ এ অাবেদনের মিনিমাম রিকুয়ারমেন্ট জার্মান বি১। এবং সেটা অবশ্যই জার্মান কালচারাল সেন্টার থেকে পাস কৃত সার্টিফিকেট হতে হবে। অার হা, অনেকেই Attendance Certificate দিয়ে দেন। না মোটেও এই কাজ করবেন না। বরং লিগাল জার্মান সার্টিফিকেট।

মোটামুটি এখন অবদি এই কয়েকটা ডকুমেন্টস মাথায় অাসছে, যে গুলো কমন। পোস্ট শেষ করার অাগে অারেকবার, বলতে চাই এই ডকুমেন্টস গুলো কিন্তু নির্ভর করছে, অাপনার ইউনিভার্সিটির উপর। কাছে বার বার তাদের ওয়েবসাইট ভাল করে ফলো করুন।

কিভাবে তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে, ডকুমেন্টস এর লিষ্ট বের করবেন সেটা ভিডিওতে বিস্তারিত ভাবে অালোচনা করেছি। সময় থাকলে ভিডিওটাও দেখে নিতে পারেন।

This Post Has 2 Comments

  1. Mark

    Thanks for your blog, nice to read. Do not stop.

Leave a Reply